• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিমানবন্দরের লিফটে আটকে পড়েন ৪ যাত্রী 


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ১২:৫৯ পিএম
বিমানবন্দরের লিফটে আটকে পড়েন ৪ যাত্রী 

কক্সবাজার বিমানবন্দরের লাউঞ্জে ওঠার লিফটে আটকে পড়েছিলেন ৪ যাত্রী। দেড় ঘণ্টা আটকে থাকার পর তাদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আটকে পড়াদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা হোসেন জানান, ওই যাত্রীরা লাউঞ্জে যাচ্ছিলেন। ওটা লাউঞ্জেরও লিফট। তাদের টেকনিশিয়ান ও ফায়ার সার্ভিসের কর্মীরা আটকে পড়াদের উদ্ধার করেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিমাবন্দরের সিনিয়র এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, লাউঞ্জের লিফটা অনেক পুরোনো। মেরামত বা সঠিক পরিচর্চা না থাকায় কিছুদিন পরপর এমন দুর্ঘনা ঘটছে।

Link copied!